গাজীপুরে পোশাক কারখানায় বেতনের দাবিতে কর্মবিরতি

গাজীপুর শহরের ভোগড়া এলাকায় একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2020, 08:33 AM
Updated : 26 Feb 2020, 08:33 AM

সেইলুর মুন সোয়েটার লিমিটেড নামে এই কারখানার শ্রমিকরা মঙ্গলবার কর্মবিরতি শুরু করেন।

কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন বলেন, “করোনাভাইরাস আতঙ্কের কারণে আমরা যথাসময়ে মাল পাঠাতে পারি নাই। এ কারণে বিল না পেয়ে অর্থসংকটে পড়েছি।”

জানুয়ারি মাসের বেতন বকেয়া পড়েছে বলে শ্রমিকরা জানিয়েছেন।

কারখানার জ্যাকার্ড সেকশনের শ্রমিক মো. জাহাঙ্গীর আলম বলেন, “কারখানা কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে জানুয়ারি মাসের বেতন দেয়নি। ফেব্রুয়ারির বেতনও অনিশ্চিত হওয়ার খবর পেয়ে কারখানার শ্রমিকরা মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু করেন। বুধবার সকালেও কাজে যোগ না দিয়ে কারখানা ফটকে অবস্থান নিয়ে কর্মবিরতি করছেন শ্রমিকরা।”

জানুয়ারির বেতন ১২ মার্চ এবং ফেব্রুয়ারির বেতন মার্চের মধ্যে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হিসাবরক্ষণ কর্মকর্তা শাহাদৎ।

বাসন থানার এসআই মো. ইব্রাহিম বলেন, সকাল ৮টা থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানা ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করছে।