বগুড়ায় ‘যৌতুক না পেয়ে শ্বাসরোধ করে হত্যা’ গৃহবধূকে

বগুড়ায় যৌতুক না দেওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2020, 07:40 AM
Updated : 26 Feb 2020, 07:40 AM

জেলার শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, বুধবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার আচলাই ধানক্ষেত থেকে তারা তার লাশ উদ্ধার করেন।

নিহত শিরিন সুলতানা (২৪) ওই এলাকার মামুন মিয়ার স্ত্রী।

ওসি মিজানুর প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, যৌতুক না দেওয়ায় মামুন তার স্ত্রীকে মারধর করতেন। এ নিয়ে প্রায়ই ঝগড়া হত। কয়েকবার বিচার-সালিশও হয়েছে।

“এর জেরে শ্বশুরবাড়ির লোকজন সোমবার রাতে শিরিনকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সকালে পুলিশ গিয়ে শিরিনার স্বামী বা তার শ্বশুরবাড়ির লোকজন কাউকে পায়নি। তাদের বাড়িঘর তালাবদ্ধ রয়েছে।”