বগুড়ায় ক্লাসে ঢুকে শিক্ষককে মারপিটের অভিযোগ

বগুড়ায় ক্লাসে ঢুকে শিক্ষাথীদের সামনে এক কলেজশিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে তার আরেক সহকর্মীর বিরুদ্ধে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2020, 02:46 PM
Updated : 25 Feb 2020, 04:47 PM

মঙ্গলবার বগুড়া সদরের জাহিদুর রহমান মহিলা ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ওই কলেজের শিক্ষার্থীরা বগুড়া-নওগাঁ সড়কে নেমে অবরোধের চেষ্টা করেছে।

মারপিটের শিকার শিক্ষক আলমগীর কবির পলাশের অভিযোগ, কলেজের ইংরেজির শিক্ষক মিজানুর রহমান গত চার মাস ধরে কলেজে না আসায় ম্যানেজিং কমিটি তাকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেয়। গত এক মাস যাবত তিনি ক্লাশ নিচ্ছিলেন।

“দুপুরে হঠাৎ মিজানুর রহমান বহিরাগত কিছু লোকজন নিয়ে এসে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের সামনে আমাকে মারপিট করেন।”

পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বলে আলমগীর জানান।

জাহিদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুব আলম বলেন, একজন শিক্ষককে ক্লাশ রুমে ঢুকে মারপিট করা কখনোই শিক্ষক সুলভ আচারণ নয়। এছাড়াও ওই ঘটনার বিচার না হলে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাবে।

“ওই ঘটনায় শিক্ষার্থীরা বগুড়া-নওগাঁ সড়ক অবরোধ করার চেষ্টা করলে তাদেরকে বুঝিয়ে ক্লাশে ফেরত আনা হয়। বিয়ষটি মাথায় রেখেই থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।”

এ বিষয়ে কথা বলতে মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।