অবৈধ সম্পদ: দিনাজপুরে ওসির বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জ থানার সাবেক ওসি ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2020, 12:38 PM
Updated : 25 Feb 2020, 12:39 PM

দুদকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আশিকুর রহমান জানান, জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী আনোয়ারা পারভিনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন তারা।

জাহাঙ্গীর বর্তমান রাঙামাটি থানায় দায়িত্ব পালন করছেন জানিয়ে তিনি বলেন, জাহাঙ্গীর ও তার স্ত্রী আনোয়ারা পারভিন দুদকে যে সম্পদ বিবরণী জমা দিয়েছেন সেখানে তারা এক কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকার তথ্য গোপন করেছন। এছাড়া তারা এক কোটি ৫৭ লাখ ৬৬ হাজার টাকার উৎস দেখাননি।

দুদক কর্মকর্তা বলেন, সম্পদের তথ্য গোপন এবং সম্পদ অর্জনের উৎস না দেখানোর অভিযোগে তাদের বিরুদ্ধে দুদক আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করা হয়েছে।

মামলায় অভিযোগপত্র দেওয়ার জন্য তদন্ত চলছে বলে তিনি জানান।