বাগেরহাটে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের’ আগুনে পুড়ল ২২ দোকান

বাগেরহাটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2020, 11:36 AM
Updated : 25 Feb 2020, 11:36 AM

জেলার শরণখোলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মেশফাকুল আলম বলেন, সোমবার রাত ৩টার দিকে শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মেশফাকুল সাংবাদিকদের বলেন, খবর পাওয়ার পর তারা রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

“ততক্ষণে বাজারের ছোট-বড় অন্তত ২২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দোকানিদের বিপুল পরিমাণ মালপত্র নষ্ট হয়ে গেছে।”

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, “বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কার দোকান থেকে আগুন লাগে তা এখনই বলা যাচ্ছে না।”

দর্জি, তৈরি পোশাক, মুদি, ইলেকট্রনিক সামগ্রী, মোবাইল ফোন রিচার্জ ও চায়ের দোকানে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে বলে তিনি জানান।