বাগেরহাটে ইউপি সদস্যকে পিটিয়ে জখম

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক ইউপি সদস্যকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2020, 06:21 AM
Updated : 25 Feb 2020, 06:34 AM

উপজেলার বারুইখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামে সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে মোরেলগঞ্জ থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান।

আহত নাজমুল হাসান রানা বারুইখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রানার পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রানা উপজেলা সদর থেকে বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছলে সেখানে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার পথরোধ করে লাঠিসোটা দিয়ে প্রথমে মারধর শুরু করে।

এক পর্যায়ে দুর্বৃত্তরা রানার দুই চোখে আঘাত করে চলে যায়। পরে রানার চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

“সেখানে রানাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রানার চোখের আঘাত গুরুতর, দুই চোখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হামলাকারীরা তার দুই চোখ খুঁচিয়ে নষ্ট করার চেষ্টা করেছে বলে মনে হচ্ছে।”

আহত ওই ইউপি সদস্য হামলাকারীদের চিনতে পেরেছেন জানিয়ে এসআই বলেন, মাছের ঘের নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুর্বৃত্তরা রানার উপর হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।