কুষ্টিয়ায় মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসির রায়

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসির রায় দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2020, 05:42 AM
Updated : 25 Feb 2020, 07:48 AM

কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত জুয়েল সরকার রানা (২৮) উপজেলার আংদিয়া গ্রামের আজিজুল সরকারের ছেলে। রায় ঘোষণার সময় জুয়েল আদালতের কাঠগড়ায় ছিলেন।

ওই আদালতের পিপি অনুপ কুমার নন্দী মামমলার নথির বরাতে জানান, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর পারিবারিক কলহের জেরে আংদিয়া গ্রামের আজিজুল সরকারের স্ত্রী বানেরা খাতুন খুন হন। তাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় আজিজুল তার ছেলে জুয়েল সরকার রানার বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ ওই বছরই তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

পিপি অনুপ বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত জুয়েলকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছে।