বান্দরবানে গুলিতে হত্যার প্রতিবাদে সমাবেশ

বান্দরবানে গুলিতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে জেলা শহরে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2020, 03:37 PM
Updated : 24 Feb 2020, 03:38 PM

সোমবার শহরের প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে পাহাড়ে বাঙালিদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

শনিবার সদর উপজেলা জামছড়িমুখ এলাকায় একটি দোকানে বসে গল্প করার সময় অস্ত্রধারীদের এলোপাতাড়ি গুলিতে রাজবিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাচনু মারমা (৫৫) নিহত হন। এ সময় আতঙ্কিত মারা যান প্রত্যক্ষদর্শী বাখইং মারমা (৬৫)।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা কাজী মজিবুর রহমান, নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, তারু মিঞা ও কাজী নাছিরুল আলম।

পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে এবং পাহাড়ি সন্ত্রাসীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতীষ্ঠ হয়ে পড়ছে উল্লেখ করে বক্তারা এসব তৎরপতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও জোরালে ভূমিকা রাখার আহ্বান জানান।

এই দাবিতে রোববার শহরে জেলা আওয়ামী লীগও বিক্ষোভ সমাবেশ করেছে। বিবৃতি দিয়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।