পটুয়াখালীতে নদীতে নেমে চাচাত ভাই-বোন নিখোঁজ

পটুয়াখালীতে লোহালিয়া নদীর বলইকাঠী পয়েন্টে গোসল করতে নেমে দুই চাচাত ভাই-বোন নিখোঁজ হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2020, 01:44 PM
Updated : 24 Feb 2020, 01:44 PM

সোমবার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের দক্ষিণ ধরান্দি গ্রামে লোহালিয়া নদীর বলইকাঠী পয়েন্টে গোসল করতে নেমে দুই চাচাত ভাই-বোন নিখোঁজ হয়েছে।

স্থানীয়দের সহায়তায় পুলিশের তাদের উদ্ধার অভিযান চলছে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের উদ্ধার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

নিখোঁজ শিশু মিম (১২) চরবলইকাঠী ঘরামিবাড়ির আফজাল হোসেনের মেয়ে এবং আরাফাত (১০) আশ্রাফ হোসেনের ছেলে। চাচাত ভাই-বোন দুজনই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

কলাগাছিয়া ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক তদন্ত মো. সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ রয়েছে।

স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দুপুরে বাড়ির পাশের নদীতে গোসল করতে নামে মিম, আরাফাত ও আল আমিন। এ সময় একটি বালুবাহী ‘বলগেট ড্রেজার’ সেখান থেকে যাচ্ছিল। নদীতে ভরা জোয়ার থাকায় স্রোতের তোড়ে ড্রেজারের নদীর পানির ঘূর্ণিতে মিম, আল-আমিন ও আরাফাত তলিয়ে যায়।

“কিছুক্ষণ পর আল-আমিন তীরে উঠে আসলেও অন্যরা নিখোঁজ রয়েছে।”

নিখোঁজ শিশুদের উদ্ধারে বরিশাল থেকে ডুবুরিদল ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানান তিনি।