চীন থেকে আসা ব্যক্তি গলা ব্যাথা নিয়ে চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি

চীন থেকে আসা এক ব্যক্তি গলা ব্যাথা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2020, 10:40 AM
Updated : 24 Feb 2020, 10:41 AM

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) মশিউর রহমান জানান, রোববার দুপুরে ২৫ বছর বয়সী ওই ব্যক্তিকে হাসপাতালের ‘করোনা ভাইরাস আইসোলেশন ইউনিটে’ ভর্তি করা হয়েছে।  

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের মোহাম্মদ হিরণ (২৫) গত ৩১ জানুয়ারি চীন থেকে বাংলাদেশ আসেন।    

চিকিৎসক মশিউর বলেন, “গলায় ব্যাথা নিয়ে রোববার দুপুরে হিরণ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তবে আগে থেকেই ওই রোগী নাক কান গলা বিশেষজ্ঞের চিকিৎসাধীন ছিলেন।”

হাসপাতালের চিকিৎসকরা জানান, বাংলাদেশ আসার পর হিরণের গলায় ব্যথা বেড়েছে। আগে থেকেই তার টনসিলের সমস্যা ছিল। প্রাথমিকভাবে ওই রোগীকে করোনা ভাইরাস আক্রান্ত বলে মনে হচ্ছে না। তারপরও যেহেতু তিনি চীন দেশ থেকে এসেছেন সেজন্য তাকে করোনা ইউনিটে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক আবুল হোসেন বলেন, “ওই রোগীর উপসর্গ দেখে মনে হচ্ছে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত নন। টনসিলের সমস্যা রয়েছে।”

তাকে স্থানীয়ভাবে তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। করোনা ভাইরাসের পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা ঢাকায় পাঠানো হবে বলে জানান তিনি।