সিরাজগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ এক পরিবারের ৬ জন

সিরাজগঞ্জ সদরে গ্যাস সিলিন্ডার থেকে রান্নাঘরের আগুনে নারী ও শিশুসহ এক পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2020, 04:09 PM
Updated : 23 Feb 2020, 04:09 PM

বুধবার রাতে সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান। 

দগ্ধরা হলেন দুখিয়াবাড়ী গ্রামের সাহেব আলীর ছেলে ছানোয়ার মুন্সি (৬০), তার স্ত্রী নিলুফার খাতুন লিলি (৫৫), ছেলে ছাইদুল ইসলাম (৩৮), ছাইদুলের স্ত্রী নাজিরা খাতুন (৩৫), তার দেড় বছরের মেয়ে সুমাইয়া খাতুন ও ছাইদুলের ভাই মুকুল হোসেনের ছেলে মেহেদি হাসান (১০)।

মনজিল হক জানান, ছানোয়ার মুন্সির টিনের বসতঘরের এক পাশে গ্যাস সিলিন্ডারে রান্নার কাজ চলছিল। এ সময় গ্যাস সরবরাহের জন্য ব্যবহৃত প্লাস্টিকের পাইপ ছিদ্র হয়ে আগুনের সূত্রপাত হয় এবং ঘরের একাংশে আগুন লেগে যায়।

“এ সময় ওই ঘরে থাকা দুই নারী ও দুই শিশুসহ ছয়জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রোকন উদ্দিন বলেন, “শিশু সুমাইয়ার বুকের কিছু অংশ ঝলছে গেছে, যে কারণে তাকে ঢাকায় পাঠানো হবে। বাকিদের তেমন ক্ষতি হয়নি। তাদের এই হাসপাতালেই চিকিৎসা দেওয়া সম্ভব।”