ঝিনাইদহে গর্ভবতীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ঝিনাইদহে ‘তিন মাসের গর্ভবতী’ গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে পুলিশ তার স্বামীকে গ্রেপ্তার করেছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2020, 09:46 AM
Updated : 23 Feb 2020, 09:46 AM

সদর থানার পরিদর্শক এমদাদুল হক জানান, মুন্নি আক্তার পিংকি নামে এই গৃহবধূ শনিবার রাতে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

পিংকি ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার সোহরাব হোসেন সৌরভের স্ত্রী।

পরিদর্শক এমদাদুল মামলার বরাতে বলেন, পিংকিকে বিয়ের প্রলোভন দিয়ে সৌরভ ধর্ষণ করতেন বলে অভিযোগ ছিল। এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর পিকিং সদর থানায় মামলা করেন। পুলিশ সৌরভকে প্রেপ্তার করে।

পরে আদালত তাকে জামিন দিলে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি পিংকির বাবার বাড়ি গিয়ে পিংকির কাছে সৌরভ দুই হাজার টাকা চান। পিংকি টাকা দিতে অস্বীকার করলে সৌরভ তাকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

পরিদর্শক এমদাদুল বলেন, গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার পরই পিংকির মা থানায় মামলা করেন। পিংকি তিন মাসের গর্ভবতী ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার পরপরই পুলিশ সৌরভকে গ্রেপ্তার করে।

পুলিশ ঘটনাটি বিস্তারিত তদন্ত করছে বলে তিনি জানান।