টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলেসহ ৪ জনের প্রাণদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে সাত বছর আগে ৭০ বছরের এক বৃদ্ধকে হত্যার দায়ে তার ছেলেসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2020, 09:24 AM
Updated : 23 Feb 2020, 11:15 AM

রোববার টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- মির্জাপুর উপজেলার ভাংগুড়ি দক্ষিণপাড়া এলাকার আব্দুল আওয়ালের ছেলে আসাদুজ্জামান মিয়া (৪২), উপজেলার মীর কুটিয়া গ্রামের জলিল মিয়ার ছেলে জহিরুল ইসলাম, নাগরপুর উপজেলার ভারড়া গ্রামের হযরত আলীর ছেলে লুকিমুদ্দিন (৪০) ও একই গ্রামের জসীম উদ্দিনের ছেলে মান্নান (৪০)।

মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৩ সালের ৩০ জুলাই রাতে আসাদুজ্জামানের নির্দেশে তার তিন সহয়োগী আব্দুল আওয়ালকে গলাকেটে হত্যা করে।পরদিন সকালে বাড়ি থেকে পুলিশ আওয়ালের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় ১ জুলাই আসাদুজ্জামান বাদী হয়ে থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে করে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকালে এ হত্যাকাণ্ডে আসাদুজ্জামানের জড়িত থাকার প্রমাণ মেলে এবং তাকে টাঙ্গাইলের নাগরপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে আদাসদুজ্জামান আদালতে জবানবন্দি দেয়। তার দেওয়া তথ্যে জহিরুল ও মান্নানকে গ্রেপ্তার করা হলে তারাও এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

তদন্ত শেষে পুলিশ ২০১৩ সালের ১১ ডিসেম্বর চারজনের বিরদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয় ।