‘প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য আপহরণের নাটক সাজিয়ে আত্মগোপন করে এক ব্যক্তি নিজেই ধরা পড়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2020, 08:07 AM
Updated : 23 Feb 2020, 08:08 AM

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, ইউনুস ভুঁইয়া নামে ওই ব্যক্তিকে পুলিশ ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে।

ইউনুস ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দগরীসার গ্রামের আবদুল কাদিরের ছেলে। পেশায় তিনি মোটর মেকানিক।

পুলিশ সুপার রোববার দুপুরে সাংবাদিকদের বলেন, জমির বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য ইউনুস গত ১ ফেব্রুয়ারি আশুগঞ্জের গোল চক্কর থেকে নিখোঁজ হন জানিয়ে তার স্ত্রী থানায় জিডি করেন। ১০ ফেব্রুয়ারি তিনি আশুগঞ্জ থানায় অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে অপহরণ মামলাও করেন।

এ ঘটনায় সন্দেহ হলে পুলিশ তদন্তে নামে।

পুলিশ সুপার বলেন, পরে গোপন সংবাদের ভিত্তিতে ইউনুসকে ঢাকার সাভার উপজেলার বাতুর্কা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

“প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য ইউনুস এই নাটক সাজিয়েছিলেন বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।”

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ইউনুসের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান পুলিশ সুপার।