কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ মাদকের আসামি নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামি নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2020, 07:32 AM
Updated : 23 Feb 2020, 07:32 AM

রোববার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়ায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে টেকনাফ থানার পরিদর্শক প্রদীপ কুমার দাশ জানান।

নিহত আব্দুস সালাম (৩০) বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়ার হাকিম আলীর ছেলে।

পুলিশ বলছে, সালাম একজন ‘চিহ্নিত মানব পাচারকারি’। তার বিরুদ্ধে মানবপাচারের তিনটি এবং মাদক ব্যবসায় জড়িত অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় মাথায় নিয়েই দীঘদিন ধরে সে পলাতক ছিল।

পরিদর্শক প্রদীপ বলেন, সালামসহ আরও কয়েকজন সন্ত্রাসীর অবস্থানের গোপন তথ্যে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সস্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে।

 “এক পর্যায়ে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

এছাড়া ঘটনাস্থলে তল্লাশি করে একটি দেশীয় বন্দুক, ছয়টি গুলি ও নয়টি গুলির খোসা উদ্ধার এবং এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হওয়ার খবরও জানান প্রদীপ ।