কেরানীগঞ্জে অস্ত্রসহ ভুয়া র‌্যাব আটক

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় র‌্যাবের দুই ভূয়া সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

কেরানীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2020, 05:08 AM
Updated : 23 Feb 2020, 05:13 AM

র‌্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে শনিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

এরা হলেন- মাদারীপুর জেলার কালকিনী উপজেলার হাফেজ হাওলাদারের ছেলে মো. আলামিন (২২) ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মো. জাহাঙ্গীরের ছেলে মো. রুমান মিয়া (২০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকরা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে র‌্যাব পরিচয় দিয়ে অস্ত্রে মখে জিম্মি করে চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল।

“গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক এবং একটি ওয়ান শুটারগান, একটি খেলনা পিস্তল, একটি র‌্যাবের জ্যাকেট, একটি জোড়া হ্যান্ডকাপ, দুটি মোবাইল ফোন ও নগদ ছয় হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।”

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।