চুয়াডাঙ্গায় সড়কে গাছ ফেলে ২ লাখ টাকা লুট

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়কে গাছ ফেলে কয়েকজন গরু ব্যবসায়ীর দুই লাখ টাকা লুট করেছে ডাকাতরা।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2020, 06:09 PM
Updated : 22 Feb 2020, 06:09 PM

শনিবার রাত ৮টার দিকে উপজেলার বন্ডবিল-মাদারহুদা সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। 

আলমডাঙ্গা থানার ওসি আশিকুর রহমান বলেন, আলমডাঙ্গা উপজেলার নতিপোতা গ্রামের ৮-১০ জন গরু ব্যবসায়ী কুষ্টিয়ার বালুপাড়া গরুর হাটে গরু বিক্রি করে রাতে গ্রামে ফিরছিলেন।

“রাত ৮টার দিকে একটি হিউম্যানহলারে তারা ফিরছিলেন। আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল-মাদারহুদা সড়কের কবরস্থানের কাছে ডাকাতদলের কবলে পড়েন তারা।”

ওসি জানান, মুখোশধারী ডাকাতরা গরু বিক্রির দুলাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। এর আগে তারা নতিডাঙ্গা গ্রামের হাশেম আলীর কাছ থেকে ছিনিয়ে নেয় ৯০ হাজার টাকা। অন্যদের কাছ থেকে নেয় ১ লাখ ২০ হাজার টাকা।

ওসি বলেন, হাশেম আলী ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে মারপিট করে আহত করে; তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক সোহরাব হোসেন বলেন, হাশেম আলীর আঘাত গুরুতর নয়। তিনি আশংকামুক্ত।