দৌলতপুরে তুচ্ছ ঘটনায় ‘পিটিয়ে হত্যা’

তুচ্ছ ঘটনায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2020, 03:05 PM
Updated : 22 Feb 2020, 03:05 PM

শনিবার জিয়নপুর গ্রামে এই গ্রামে ঘটে বলে দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী জানান।

নিহত মনু মিয়া (৪৫) ওই গ্রামের গণি মিয়ার ছেলে; ভ্যানচালক ছিলেন তিনি।

এ ঘটনায় পুলিশ নিহতের দুই প্রতিবেশীকে আটক করেছে।

পরিদর্শক হাসমত আলী বলেন, শনিবার বিকালে জিয়নপুর গ্রামের সায়েদ মোল্লার ছেলেসহ কয়েকজন শিশু প্রতিবেশী মনু মিয়ার বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় ধুলাবালি ওড়ায় মনু মিয়া শিশুদের সঙ্গে রাগারাগি করেন।

“এ নিয়ে মনু ও সায়েদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বেলা সাড়ে ৩টার দিকে দুজনের পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় লাঠির আঘাতে মনু মাথায় গুরুতর আঘাত পান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পারিবারিক বিষয় নিয়ে মনু মিয়ার সঙ্গে প্রতিবেশী সায়েদ মোল্লার বিরোধ ছিল বলে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা হাসমত আলী আরও জানান, এ ঘটনায় সায়েদ ও তার ছেলে মো. রাজিনকে আটক করা হয়েছে। সংঘর্ষে আহত সায়েদকে পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।