বরিশালে এলএলবি পরীক্ষায় ২৫জন বহিষ্কৃত

পরীক্ষায় নকল করায় বরিশালে ২৫ এলএলবি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2020, 10:57 AM
Updated : 22 Feb 2020, 10:57 AM

শনিবার বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল আমিন সরোয়ার জানান, জেলা প্রশাসনের এডিসি, এডিএম সহ একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন। তারাই বিভিন্ন কক্ষ থেকে ২৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাজিব আহমেদ জানান, শনিবার এলএলবি প্রথম পর্বের ‘চুক্তি ও নির্যাতন আইন’ বিষয়ের পরীক্ষা ছিল। এতে বিএম কলেজ কেন্দ্রে ৬৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৯টায় পরীক্ষা শুরু হলে নকল করায় বিভিন্ন কক্ষ থেকে ২৫ জনকে বহিষ্কার করা হয়েছে।

১৫ ফেব্রুয়ারি এলএলবি প্রথম পর্বের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। ২২ ফেব্রুয়ারি ছিল দ্বিতীয় পরীক্ষা।