শেরপুরে ট্রাকের চাপায় দুই কিশোরের মৃত্যু

শেরপুরের নকলায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুই কিশোর প্রাণ হারিয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2020, 01:39 PM
Updated : 21 Feb 2020, 01:39 PM

শুক্রবার দুপুরে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসায় এক ট্রাকের নিচে তারা চাপা পড়ে।

নিহত হামিদুল (১৫) মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও দক্ষিণ বারমাইসা এলাকার সেলিম মিয়ার ছেলে। অপর নিহত মারুফ হোসেন (১৪) হাসনখিলা নয়াপাড়ার আবদুল হাকিমের ছেলে ও লয়খা নব উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় ট্রাকসহ এর হেলপার ফরহাদকে (৩০) আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও নিহতের পারিবারের সদস্যদের উদ্ধৃত করে নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে হামিদুল মারুফকে সঙ্গে নিয়ে তার বাবার মোটরসাইকেল চালিয়ে তার খালার বাড়ির রওনা হয়।

“তবে তারা মোটরসাইকেলের সাইডস্ট্যান্ড তুলতে ভুলে যায়। এ অবস্থায় বেপরোয়া গতির মোটরসাইকেলটি বারমাইসা বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা এক ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে।

“ঘটনাস্থলেই মারা যায় আরোহী মারুফ। আর চালক হামিদুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।”  

স্থানীয়রা জানায়, হামিদুল বয়সে ছোট হলেও সব সময়ই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাত।

নিহতদের পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তে দাফনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করে মরদেহ দুইটি নিয়ে গেছেন।

ট্রাকটি আটক করেছে এবং এ ব্যাপারে নকলা থানায় একটি মামলা হয়েছে বলে জানায় পুলিশ।