জাতীয় হ্যান্ডবল দলের গোল রক্ষক সোহান দুর্ঘটনায় নিহত

কুষ্টিয়ায় শ্যালো-ইঞ্জিনের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জাতীয় হ্যান্ডবল দলের গোল রক্ষক সোহানুর রহমান সোহান নিহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2020, 01:11 PM
Updated : 21 Feb 2020, 02:12 PM

শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ বাজারে  এ সংঘর্ষে সোহানসহ তার এক বন্ধু গুরুতর আহত হন।

নিহত হ্যান্ডবল দলের গোল রক্ষক সোহানুর রহমান সোহান (২১) দৌলতপুর উপজেলার বাহিরমাদী গ্রামের কালু মন্ডলের ছেলে এবং তার বন্ধু সোলাইমান হোসেন জয় (২১) ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

প্রথমে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধনি অবস্থায় জয় মারা যান এবং উন্নত চিকিৎসার জন্য সোহানকে ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

সোহানের বাবা কালু মন্ডল বলেন, ঢাকাতে গিয়ে সোহানের উন্নত চিকিৎসা নেওয়ার আগেইও চলে গেল।

চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বেলা সাড়ে ৩টার দিকে সোহানের মারা যান বলে তিনি জানান।

“২৫ দিন আগে ছুটি কাটাতে সোহান বাড়ি এসেছিল। আগামী পরশু তার ঢাকা যাওয়ার কথা ছিল কিন্তু সেটা আর হ’ল না।”

অপর দিকে, জয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাপস কুমার সরকার বলেন, আহত রোগীর হাত-পায়ের একাধিক স্থানে ভাঙা এবং রক্তাক্ত জখম হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে মুত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোলাইমান হোসেন জয়ের মরদেহ ময়না তদন্ত শেষে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।