কুমিল্লায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

কুমিল্লায় ‘ডাকাত ধরতে’ পুলিশের অভিযানের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2020, 03:41 AM
Updated : 21 Feb 2020, 04:25 AM

বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে সদর উপজেলার পালপাড়া এলাকার লোহারপুলের পাশে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জেলা গোয়েন্দা পুলিশের এসআই পরিমল দাসের ভাষ্য।

নিহতরা হলেন- সদর উপজেলার ভাটপাড়া এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে আরিফুজ্জামান মো. ইমন (৪০) এবং আড়াইওরা এলাকার নিরু মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (২৮)।

পুলিশ বলছে, নিহত দুজনই ‘ডাকাত দলের সদস্য’। তাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

এসআই পরিমল বলেন, ‘সশস্ত্র ডাকাতরা’ পালপাড়া লোহারপুলের পাশে জড়ো হয়েছে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ এবং জেলা ডিবি পুলিশ সেখানে যৌথ অভিযানে যায়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল এলোপাতাড়ি গুলি শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও তখন পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামলে সেখানে ইমন ও জাহাঙ্গীরকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

গুলিবিদ্ধ দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান এসআই পরিমল।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি এলজি, দুটি রামদা, একটি ছুরি ও একটি তালা ভাঙার কাটার উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের এসআই শাহীন কাদির, এএসআই জহিরুল ও কন্সটেবল মোল্লা আব্দুস সবুরও এ অভিযানে আঘাত পেয়েছেন বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে।