দক্ষিণ আফ্রিকায় ফের গুলিতে ফেনীর যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় এক মাসের ব্যবধানে গুলিতে ফেনীর আরেক যুবক নিহতের খবর দিয়েছেন তার পরিবারের সদস্যরা।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2020, 03:02 PM
Updated : 20 Feb 2020, 03:05 PM

বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে দেশটির কুইন্সটাউন শহরে এ ঘটনা ঘটে বলে স্বজনরা জানিয়েছেন।

নিহত মো. দুলাল (৩৫) ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের হীরাপুর গ্রামের মজিব মুন্সি বাড়ির মালেক সর্দারের ছেলে।

দাগনভূঞা থানার ওসি মো. আসলাম সিকদার বলেন, “দক্ষিণ অফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে একজনের মৃত্যুর খবর পেয়েছি।”

এ নিয়ে দক্ষিণ আফ্রিকায় গত এক মাসে ফেনীর তিনজন নিহত হলেন।

দুলালের স্ত্রী বিবি মরিয়ম পারুল সাংবাদিকদের বলেন, বুধবার মধ্যরাতে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তার দোকানে ঢুকে মালামাল লুট করতে থাকে। দুলাল বাধা দিলে তারা তাকে গুলি করে মালামাল নিয়ে চলে যায়।

“আহতের চিৎকারে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

দক্ষিণ আফ্রিকায় নিহতের স্বজনরা বিষয়টি ফোনে পরিবারকে জানান বলে মরিয়ম জানান।

মরিয়ম আরও জানান, ২০০৮ সালের ডিসেম্বরে দুলাল ভিটেমাটি বিক্রি করে দক্ষিণ আফ্রিকা যান। আফ্রিকার কুইন্সটাউন শহরে প্রথমে অন্যের দোকানে চাকরি করেন; পরে নিজেই ব্যবসা শুরু করেন।

দুলালের মৃত্যুর খবরে পরিবারে কান্নার রোল পড়ে গেছে। স্ত্রী মরিয়ম পারুল ছাড়াও দুলালের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

দুলালের বাবা মালেক সর্দার তার ছেলের লাশ দেশে আনার জন্য দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহযোগিতা কামনা করেছেন।

এ নিয়ে দক্ষিণ আফ্রিকায় গুলিতে ফেনীর দাগনভূইয়ার তিন যুবক নিহত হয়েছেন।

গত ১৩ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে দাগনভূইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের ঢেউলিয়া গ্রামের আবদুল করিম হারুন (২৮) ও ৮ ফেব্রুয়ারি প্রিটোরিয়া শহরে পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের বৈঠারপাড় গ্রামের মো. নুরুল হুদা ছুট্টু (২৮) নিহত হন।