কেন্দ্রে যাওয়ার সময় দুর্ঘটনায় মায়ের মৃত্যু, পরীক্ষা দেওয়া হলো না মেয়ের

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় দাখিল পরীক্ষার্থিনী মেয়েকে কেন্দ্রে নেওয়ার সময় অটোরিকশা খাদে পড়ে মায়ের মৃত্যু হয়েছে; দুর্ঘটনায় ওই পরীক্ষার্থিনী আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2020, 11:02 AM
Updated : 20 Feb 2020, 11:02 AM

বৃহস্পতিবার সকালের এই দুর্ঘটনার পর ওই পরীক্ষার্থিনী আর পরীক্ষায় বসতে পারেননি।

সকাল ৯টার দিকে কালীগঞ্জ-দোলানবাজার সড়কের পৈলানপুরে এ দূর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার এসআই বিশ্বজিৎ মিত্র জানান।

নিহত সীমা বেগম খুকি (৪০) স্থানীয় বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর গ্রামের মো. ইব্রাহীম মোল্লার স্ত্রী।

তার মেয়ে আহত তাসমীম আক্তার (১৭) স্থানীয় খলাপাড়া দারুল উলুম মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছেন। তকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এসআই বিশ্বজিৎ মিত্র জানান, সকালে মেয়ে তাসমীমকে নিয়ে অটোরিকশা ভাড়া করে কালীগঞ্জ পৌর এলাকার দুবার্টি এম ইউ কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন সীমা।

“পৈলানপুরে কালভার্ট থেকে নামার সময় চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সীমার মৃত্যু।”

তিনি জানান, এলাকাসী তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাসমীমার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে মায়ের মৃত্যুর পর তাসমীমার আর পরীক্ষা দেওয়া হয়নি। এসআই বিশ্বজিৎ জানান, দূর্ঘটনার পর চালক অটোরিকশাটি রেখে পালিয়ে গেছে। পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।