ফেনীতে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

ফেনী শহরে একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2020, 08:19 AM
Updated : 20 Feb 2020, 08:26 AM

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত পরিচালক ও সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরুজ্জামান জানান, শহরের ‘জননী’ ডায়াগনস্টিক সেন্টার থেকে বুধবার রাতে মো. নেজাম উদ্দিনকে (৫২) আটক করা হয়।

আটক নেজাম সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

নুরুজ্জামান বলেন, গোপন সংবাদে ঘটনাস্থলে অভিযান চালিয়ে নেজামকে আটক করে র‌্যাব। পরে তার চেম্বারে তল্লাশি করে চিকিৎসার কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, নেজাম তার ব্যবস্থাপত্রে এমবিবিএস, এমডি, পিএইচডি ডিগ্রির’র কথা লিখলেও তিনি আসলে এইচএসসি পাস।নেজাম তার মেডিকেল থেকে ডিগ্রি অর্জনের কোন সনদও দেখাতে পারেনি। তিনি ওই ডায়াগোনেস্টিক সেন্টারে চেম্বার খুলে ছয়শ টাকায় রোগী দেখতেন।

নেজামের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ ধারা অনুযায়ী মামলা করে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব।