দিনাজপুরে গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে ২ ডাকাত’ নিহত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দুইজনকে গ্রেপ্তারের পর তাদের সঙ্গে নিয়ে অভিযানের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।       

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2020, 04:58 AM
Updated : 20 Feb 2020, 04:59 AM

উপজেলার ছোট মাগুড়া গ্রামে বুধবার রাত সাড়ে ৩টার দিকে গোলাগুলির ওই ঘটনায় ‍নিহতরা ডাকাত বলে দাবি করছেন ঘোড়াঘাট থানার ওসি অশোক কুমার চৌহান।

নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার পাঠানপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (২৮) ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কৃষ্ণরায়পুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ওহেদ আলী (৩০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সড়কে ডাকাতির অভিযোগে সম্প্রতি রফিকুল ও ওহেদকে আটক করা হয়।রাতে তাদের নিয়ে ঘটনাস্থলে অভিযানে যায় পুলিশ।

“এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে পুলিশও পাল্টা গুলি করে।এতে আটক দুই ডাকাত গুলিবিদ্ধ হয়।তাদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।”

এছাড়া ডাকাত দলের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে ওসির ভাষ্য।