বগুড়ায় প্রাণিসম্পদ অফিসে ‘ডাকাতি’

বগুড়ার নন্দীগ্রামে প্রাণী সম্পদ অফিস এবং একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2020, 08:32 AM
Updated : 19 Feb 2020, 09:39 AM

নন্দীগ্রাম থানা সদরে এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে নন্দীগ্রাম থানার ওসি শওকত কবীর জানান।  

নন্দীগ্রাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অরুনাংশু মণ্ডল বলেন, রাত তিনটার দিকে তাদের অফিসের পিছনের জানালা কেটে দুবৃর্ত্তরা প্রবেশ করে। এরপর তারা আলমালির তালা ভেঙ্গে ফাইলপত্র তছনছ করে এবং দুটি কম্পিউটারের মনিটর, একটি স্ক্যানার ও প্রজেক্টর নিয়ে যায়।

প্রাণী সম্পদ অফিস সংলগ্ন কামাল সুপার মার্কেটের সৌদি জুয়েলার্সের মালিক আবুল কালাম আজাদ বলেন, ডাকাতরা তার দোকানের তালা কেটে প্রবেশ করে।এরপর সিন্দুক ভেঙ্গে ১৫ লাখ টাকা মল্যের সোনার গয়না লুট করে।

ওসি শওকত বলেন, ঘটনা জানার পর রাতেই পুলিশ বিভিন্নস্থানে অভিযান শুরু করে।ভোর রাতের দিকে বেড়াগাড়ি এলাকা থেকে একটি পিকআপ ভ্যানসহ একজনকে আটক করা হয়। পরে ওই পিকআপ ভ্যান থেকে প্রাণী সম্পদ অফিসের দুইটি মনিটর উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।