নিজ গ্রামে সংবর্ধনা পেলেন ক্রিকেটার রাকিবুল 

যুব ক্রিকেট বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের কৃতি স্পিনার রাকিবুল হাসান তার জন্মস্থান ময়মনসিংহের ফুলপুরে পেয়েছেন বিপুল সংবর্ধনা।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2020, 04:31 PM
Updated : 18 Feb 2020, 04:31 PM

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা উপজেলা পরিষদ চত্বরে এই সংবর্ধনার আয়োজন করে।

প্রশাসনের সদস্য ও স্থানীয় জনগণ রাকিবুলকে ফুল ছিটিয়ে বরণ করে নেন।

সংবর্ধনার জবাবে রাকিবুল আরও ভালো করার জন্য এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পৌর মেয়র মো. আমিনুল হক, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপন, রাকিবুল হাসানের বাবা শহিদুল হাসানসহ স্বজন-শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল বলেন, “খেলার প্রেমে রাকিবুল আমাদের আবদ্ধ করেছে। তার অবদানের জন্য বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে সুনাম অর্জন করেছে। খেলার মান ধরে রেখে আমাদের ফুলপুরের কৃতি এই সন্তান আরও বহুদূর এগিয়ে যাবে আমরা এই প্রত্যাশা করছি।” 

উপজেলা সদর থেকে বিকালে রাকিবুলকে রূপসী ইউনিয়নের উত্তর বাঁশাটি নিজ গ্রামে নেওয়া হয়। সেখানে এলাকাবাসী ও বিভিন্ন সংগঠন তাকে সংবর্ধনা দেয়।   

গত ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় যুব ক্রিকেট বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।