নীলফামারীতে সেই অজ্ঞাত লোকটি মারা গেলেন

দীর্ঘদিন থেকে পথে পথে ঘুরে নীলফামারী সদর আধুনিক হাসপাতাল চত্বরে ঠাঁই নেওয়া ব্যক্তিটির মৃত্যু হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2020, 01:27 PM
Updated : 18 Feb 2020, 01:42 PM

মঙ্গলবার দুপুরে আনুমানিক ৬৭ বছর বয়সী মানুষটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম-পরিচয় কিছুই কেউ জানে না।

নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম জানান, ওই ব্যক্তি কথা বলতে পারতেন না। অসুস্থ অবস্থায় বিভিন্ন এলাকা ও হাট-বাজারে রাতে থাকতেন।

“এলাকাবাসী ও পুলিশ একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি করিয়েছিল। সর্বশেষ সুস্থ হয়ে নীলফামারী সদর আধুনিক হাসপাতাল এলাকায় থাকতেন তিনি। এ অবস্থায় তার মৃত্যু হলে মঙ্গলবার দুপুরে পুলিশে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।”

তিনি জানান, রংপুর পিআইবিকে খবর দেওয়া হয়েছে। তারা আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের সাথে মিলিয়ে পরিচয় উদ্ধারের চেষ্টা করবে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. রাশেদুজ্জামান বলেন, “ওই ব্যক্তি একাধিকার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হওয়ার পর হাসপাতাল চত্বরে রাত্রিযাপন করতেন।

“কথা বলতে না পারায় তার পরিচয় জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে গত সোমবার রাতে তার মৃত্যু হয়েছে।”

পুলিশের উপস্থিতিতে পৌর কেন্দ্রীয় কবরস্থানে মরদেহ দাফন করা হবে বলে জানান তিনি।