নীলফামারীতে সেই অজ্ঞাত লোকটি মারা গেলেন
নীলফামারী প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2020 07:27 PM BdST Updated: 18 Feb 2020 07:42 PM BdST
দীর্ঘদিন থেকে পথে পথে ঘুরে নীলফামারী সদর আধুনিক হাসপাতাল চত্বরে ঠাঁই নেওয়া ব্যক্তিটির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে আনুমানিক ৬৭ বছর বয়সী মানুষটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম-পরিচয় কিছুই কেউ জানে না।
নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম জানান, ওই ব্যক্তি কথা বলতে পারতেন না। অসুস্থ অবস্থায় বিভিন্ন এলাকা ও হাট-বাজারে রাতে থাকতেন।
“এলাকাবাসী ও পুলিশ একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি করিয়েছিল। সর্বশেষ সুস্থ হয়ে নীলফামারী সদর আধুনিক হাসপাতাল এলাকায় থাকতেন তিনি। এ অবস্থায় তার মৃত্যু হলে মঙ্গলবার দুপুরে পুলিশে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।”
তিনি জানান, রংপুর পিআইবিকে খবর দেওয়া হয়েছে। তারা আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের সাথে মিলিয়ে পরিচয় উদ্ধারের চেষ্টা করবে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. রাশেদুজ্জামান বলেন, “ওই ব্যক্তি একাধিকার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হওয়ার পর হাসপাতাল চত্বরে রাত্রিযাপন করতেন।
“কথা বলতে না পারায় তার পরিচয় জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে গত সোমবার রাতে তার মৃত্যু হয়েছে।”
পুলিশের উপস্থিতিতে পৌর কেন্দ্রীয় কবরস্থানে মরদেহ দাফন করা হবে বলে জানান তিনি।
-
সাক্কুকে কি ‘চ্যালেঞ্জের মুখে’ ফেললেন নিজাম
-
ফেনীতে কনস্টেবলের বিরুদ্ধে তরুণীর ধর্ষণ মামলা
-
মৌলভীবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
-
রংপুরে হত্যার দায়ে একজনের আমৃত্যু কারাদণ্ড
-
নওগাঁর সড়কে বাইক আরোহী কিশোরের মৃত্যু
-
মানিকগঞ্জে বাসচাপায় ২ সচিব নিহতে চালকের কারাদণ্ড
-
যশোর বিশ্ববিদ্যালয় কর্মকর্তা দুর্নীতির অভিযোগে বরখাস্ত
-
বিদ্যুৎস্পৃষ্ট গাভিকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কৃষক
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ