ঝিনাইদহে নসিমন উল্টে ২ ‘মাদক কারবারি’ ধরা

ঝিনাইদহে নসিমন উল্টে পড়ায় দুই ব্যক্তি ২৬ কেজি গাঁজাসহ আটক হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2020, 08:57 AM
Updated : 18 Feb 2020, 10:19 AM

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, সোমবার রাত ১১টার দিকে স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে নসিমনটি এই দুর্ঘটনায় পড়ে।

আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া গ্রামের সামাদ বিশ্বাসের ছেলে মামুন বিশ্বাস ও একই উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে শাহীন।

পুলিশ কর্মকর্তা বাশার বলেন, দুই ব্যক্তি নসিমন নিয়ে দামুড়হুদা সীমান্ত এলাকা থেকে ফরিদপুর যাচ্ছিলেন। রাত ১১টার দিকে স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে নসিমনটি উল্টে যায়। এতে তারা আহত হন। স্থানীয়রা তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়।

“মাদকের মালিক মামুন খবর পেয়ে আহতদের হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। আর নসিমনটি ছিল স্থানীয়দের কাছে। পুলিশ নসিমনটি থানায় নিয়ে আসে। এর পাটাতনের নিচে কাঠের কুঠরির ভেতর ২৬টি প্যাকেটে ২৬ কেজি গাঁজা ও ৬০ বোতল ফেনসিডিল ছিল।”

তবে পুলিশ এখনও নসিমন চালক রবীনকে ধরতে পারেনি। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।