কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে মারামারিতে নারী নিহত

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে ‘শিশুদের’ দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মারামারিতে এক নারী নিহত হয়েছেন; আহত হয়েছে আরও পাঁচজন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2020, 08:33 AM
Updated : 18 Feb 2020, 08:33 AM

জেলার টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ মনির জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা শরণার্থী শিবিরের বি-ব্লকে মারামারির এ ঘটনা ঘটে।

নিহত নূর নাহার বেগম (৪০) ওই ব্লকের বাসিন্দা নূর আলমের স্ত্রী।

এসআই মনির স্থানীয়দের বরাতে বলেন, সকালে ওই ব্লকের একদল শিশু খেলতে গিয়ে দ্বন্দ্বে জড়ায়। এ নিয়ে তাদের অভিভাবকরা বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে দুই পক্ষ মারামারি শুরু করলে লাঠির আঘাতে ছয়জন আহত হন।

“স্থানীয়রা আহতদের লেদা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নূর নাহারকে মৃত ঘোষণা করেন।”

আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।