দিনাজপুরে ১৯ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ, পাশে ইয়াবা

দিনাজপুরের গোয়েন্দা পুলিশ বোচাগঞ্জ উপজেলায় ১৯ মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ পাওয়ার কথা জানিয়েছে, যার পাশে ছিল অস্ত্র, ইয়াবা।  

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2020, 04:23 AM
Updated : 18 Feb 2020, 06:43 AM

পুলিশ বলছে, ‘মাদক চোরাকারবারিদের দুই পক্ষের গোলাগুলিতে’ আইয়ুব আলী নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা।

সোমবার মধ্যরাতে বোচাগঞ্জের হাটরামপুর শালবাগানে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে দিনাজপুর ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুলের ভাষ্য।

নিহত আইয়ুব আলী বোচাগঞ্জের রেল কলোনির আব্দুর রহমানের ছেলে। একবার তিনি বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌরসভার কাউন্সিলরও নির্বাচিত হয়েছিলেন।

গোয়েন্দা পুলিশ বলছে, আইয়ুব তার এলাকায় ‘সন্ত্রাসী ও পকেটমার’ হিসেবেই পরিচিত। মাদক, সন্ত্রাস, চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

ওসি গোলাম রসুল বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার মধ্যরাতে অভিযানে যাওয়ার পথে হাটরামপুর শালবাগানে গোলাগুলির শব্দ পায়।

“পুলিশ তখন সাত রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে গিয়ে আইয়ুব আলীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

আইয়ুবকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ানশুটার গান এবং ২০০ ইয়াবা উদ্ধার করেছে বলে জানান ওসি।