যশোরে হাতেনাতে ৭ চাঁদাবাজ আটক

যশোরে চাঁদার টাকা দিতে গিয়ে সাত চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2020, 01:11 PM
Updated : 17 Feb 2020, 01:11 PM

সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়েছে।

আটক সাতজন হচ্ছেন-অভয়নগর উপজেলার প্রেমবাগের সৈয়দ মোস্তাফিজুর রহমান রানা, আজাদ রহমান, সৈয়দ ওয়াহিদুল ইসলাম মিন্টু, মোহাম্মদ পিন্টু, জিয়ার মোল্লা, আল-আমিন হোসেন ও গোপালগঞ্জ সদর উপজেলার চর বয়রা গ্রামের হাবিবুর রহমান।

যশোর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় অভয়নগর উপজেলার প্রেমবাগে আলভী ট্রেডার্সের একটি ট্যাংক-লরি এবং এর চালকসহ এক কর্মচারীকে আটক করে এক লাখ ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন স্থানীয় একদল চাঁদাবাজ।

যশোর-খুলনা মহাসড়কের নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের জ্বালানি তেল সরবরাহ করে থাকে আলভী ট্রেডার্স।

আলভী ট্রেডার্সের ব্যবস্থাপক আমির হোসেন ইমন বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশকে জানান। রাত সাড়ে ৮টার দিকে আলভী ট্রেডার্সের ব্যবস্থাপককে সঙ্গে নিয়ে ছদ্মবেশে দুই গোয়েন্দা পুলিশ রানা নামের এক চাঁদাবাজদের অফিসে যান।

“সেখানে ৩০ হাজার টাকা দেওয়ার পর চাঁদাবাজরা আরও টাকা দাবি করতে থাকেন। ছদ্মবেশী দুই পুলিশ গোপন ক্যামেরায় এসব ভিডিও করেন।

“সে সময় সংকেত পেয়ে অভিযানে থাকা পুলিশের অন্য সদস্যরা সেখানে গিয়ে সাতজনকে আটক করেন এবং জিম্মি করে রাখা ট্যাংক লরি চালক ও কর্মচারীকে উদ্ধার করেন। এ সময় চাঁদা হিসেবে দেওয়া টাকা জব্দ করাও হয়।”

এ ঘটনায় আলভী ট্রেডার্সের ব্যবস্থাপক আমির হোসেন ইমন বাদি হয়ে অভয়নগর থানায় সোমবার একটি মামলা করেছেন।