ফেনীতে বিদেশী সিগারেটসহ যুবক আটক

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ সাড়ে ১৬ হাজার প্যাকেট বিদেশী সিগারেটসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2020, 05:30 AM
Updated : 17 Feb 2020, 06:09 AM

রোববার রাতে উপজেলার বাজারের পিকআপ স্টেশন এলাকা থেকে মো. জাহিদুল ইসলাম (২৬) নামে ওই যুবককে আটক করা হয় বলে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. নুরুজ্জামান জানান।

আটক জাহিদুল ছাগলনাইয়া উপজেলার রাজু রেজুমিয়া এলাকার পাটোয়ারী বাড়ির তাজুল ইসলামের ছেলে।

নুরুজ্জামান বলেন, গোপন সংবাদে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুটি বস্তা নিয়া পালিয়ে যাওয়ার সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে জাহিদুলকে আটক করে।

“পরে তার সঙ্গে থাকা দুটি বস্তায় তল্লাশি করে ১৬ হাজার ৭১৪ প্যাকেট আমদানি নিষিদ্ধ সিগারেট উদ্ধার করে, যার বাজারমূল্য আনুমানিক দুই লাখ ৭১ হাজার টাকা।”

জাহিদুলের বরাতে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, সে সিগারেটগুলে বিভিন্ন দেশ থেকে অবৈধ ভাবে সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাইকারী মূল্যে বিক্রি করে আসছিল। 

এ ঘটনায় মামলা দায়ের করে আটক ব্যক্তিকে উদ্ধার মালামালসহ ছাগলনাইয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানায়।