যুব ক্রিকেট দলের পারভেজকে সংবর্ধনা নোয়াখালীতে

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট জয়ী বাংলাদেশ দলের ওপেনার পারভেজ হোসেন ইমন নিজ জেলা নোয়াখালীর সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2020, 05:55 PM
Updated : 16 Feb 2020, 05:55 PM

রোববার বিকালে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গর্ণসংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনায় ইমনের সহপাঠী, আত্মীয় স্বজনসহ দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্যক ক্রিকেটপ্রেমী অংশগ্রহণ করেন।

বিকাল সাড়ে ৩টায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন পারভেজ হোসেন ইমন। স্থানীয় তরুণ ও যুবকরা বিশাল মোটরসাইকের শোভাযাত্রায় তাকে সংবর্ধনাস্থানে নিয়ে আসেন। এ সময় সড়কের দুই পাশে উৎসুক জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নানা শ্লোগানে মুখর হয়ে ওঠে সংবর্ধনাস্থল।

বিকাল ৪টার দিকে সংবর্ধনা মঞ্চে তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

সংবর্ধনার জবাবে পারভেজ আগামীতে আরও ভালো করতে সবার কাছে দোয়া চেয়েছেন।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের আলী সওদাগর বাড়ির সিরাজ বাবুল ও কুসুম আক্তার ছেলে পারভেজ। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট।

সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক সংগঠন লায়ন ইসমাইল ফিরোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ছয়ানি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন জসিম, বিকেএসপির কোচ ইরফানুর জামান সোহাগ, অ্যাভোকেট রবিউল হাসন পলাশ, ইমনের বড় ভাই ফয়সল হোসেনসহ অনেকে।

গত ৯ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।