হবিগঞ্জে পটকা মাছ খেয়ে এক পরিবারের অসুস্থ ১০

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পটকা মাছ খেয়ে এক পরিবারের দশ সদস্য অসুস্থ হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2020, 03:46 PM
Updated : 16 Feb 2020, 03:46 PM

সদর হাসপাতালের চিকিৎসক কলি আক্তার জানান, রোববার রাত ৮টার দিকে তাদের হাসপাতালে আনা হয়েছে।

এরা হলেন বড়কান্দি গ্রামের শারফান উল্লাহ (৬৫), সিতারা খাতুন (৫০), আব্দুল জলিল (৩০), তাছলিমা খাতুন (২০), মাহমুদা আক্তার (১৬), চাঁন বানু (২৫), নাছিম (৫), তানিসা আক্তার (৭), সুহেনা আক্তার (৩০) ও তামিম। তারা সবাই একই পরিবারের সদস্য।

গ্রামবাসী জানায়, দুপুরে স্থানীয় মিরপুর বাজার থেকে কিছু পটকা মাছ কিনে নেন আব্দুল জলিল। রাতে সবাই মিলে একসঙ্গে খাওয়া-দাওয়া করার পর সবাই অসুস্থ হয়ে পড়েন।

প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক কলি আক্তার বলেন, এদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি জানান, এর আগেও পটকা মাছ খেয়ে দেশের বিভিন্ন স্থানে অনেকে অসুস্থ হয়েছেন। অনেকে মারাও গেছেন। এরপর থেকে পটকা মাছ বাজারের কেনা-বেচা নিষিদ্ধ করা হয় এবং পটকা মাছ খাওয়া থেকে বিরত থাকার জন্য জনগণকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সচেতন করা হয়।