কুষ্টিয়ায় আগুনে পুড়ল ‘৩০ ঘর’

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ৩০টি বসতঘর পুড়ে গেছে; এছাড়া ১৫টি গবাদিপশু পুড়ে মারা গেছে বলে জনপ্রতিনিধি জানিয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2020, 12:53 PM
Updated : 16 Feb 2020, 12:53 PM

উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, রোববার বেলা ২টার দিকে পদ্মা নদীর চরে গড়ে ওঠা লোকনাথপুর গ্রামের জিন্নাত সর্দারের পাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এলাকাটি ‘দুর্গম’ হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা আসতে পারেননি ।

এলাকাবাসী জানান, একটি রান্নাঘরের চুলা থেকে আগুন লাগার পর তা আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে এই ক্ষয়ক্ষতি হয়।

চেয়ারম্যান সিরাজ বলেন, আগুনে ১৫টি কৃষক পরিবারের অন্তত ৩০টি ঘর আসবাবপত্র ও খাদ্যশস্যসহ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া ১৫টি ছাগল-গরু পুড়ে মারা গেছে। সবকিছু হারিয়ে ১৫ পরিবারের লোকজন খোলা আকাশের নিচে রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক রফিকুল ইসলাম বলেন, ওই এলাকাটি পদ্মা নদীর মাঝখানে। আগুন নেভানোর সরঞ্জাম নেওয়ার ব্যবস্থা নেই। তবু খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা রওনা হয়েছিলেন। কিন্তু আগুন নেভানো হয়েছে বলে খবর পেয়ে তারা ফিরে আসেন।

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জানিয়েছেন।