ঘন কুয়াশা: মেঘনায় ৬ ঘণ্টা পর ফেরি চলা শুরু

ঘন কুয়াশায় শরীয়তপুরের আলুর বাজার ফেরিঘাটে মেঘনায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচলা শুরু হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2020, 09:48 AM
Updated : 16 Feb 2020, 09:48 AM

রোববার সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয় বলে বিআইডব্লিউটিসির আলুর বাজার ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক আবদুল মোমেন জানান।

তিনি বলেন, ঘন কুয়াশায় পথ ঢেকে থাকায় ভোর ৪টার দিকে ফেরি বন্ধ করে দেওয়া হয়। এ সময় শরীয়তপুর-চাঁদপুর রুটের শত শত বাস-ট্রাক ঘাটের দুই পারে আটকা পড়ে। একে দুর্ভোগে পড়েন বাসযাত্রী ও চালকরা।

দুই দিন ধরে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বলে তিনি জানান।