আট ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চালু

কুয়াশার কারণে আট ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি পারাপার শুরু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2020, 04:19 AM
Updated : 16 Feb 2020, 06:57 AM

বিআইডব্লিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, ঘন কুয়াশায় নদী অববাহিকায় কিছু দৃশ্যমান না হওয়ায় শনিবার রাত আড়াইটার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

কুশায়া কমে এলে বেলা ১১টা থেকে ফেরি চলাচল আবার শুরু হয়।এ সময় ঘাটে আটকা পড়া যাবাহনগুলো ফেরিতে করে গন্তব্যে যেতে শুরু করে।    

এখন ১৫টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে বলে আবদুল্লাহ জানান।

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের ক্ষেত্রে পদ্মা পারাপারের দুই গুরুত্বপূর্ণ পথ দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি। শীত মৌসুমে এসব নৌপথে ঘন কুয়াশার কারণে প্রায়ই পারাপার বিঘ্নিত হয়।