মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতেরনাম আবু বক্কর সিদ্দিক (৫৫), তিনি রকেট মেম্বার নামে পরিচিত ছিলেন। তিনি ওইইউনিয়নের বেপারী পাড়ার মৃত চমক বেপারীর ছেলে।
বৃহস্পতিবারসন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের প্রাতঃবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে সরাইলথানার ওসি শাহাদাৎ হোসেন টিটু জানিয়েছেন।
তিনিবলেন, সদর ইউপির বর্তমান সদস্য শাহআলমের সঙ্গে রকেট মেম্বারের বিরোধ বেশ কিছুদিনের।
“সেইবিরোধের জেরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাতঃবাজার এলাকায় শাহআলম মেম্বারের লোকজনতাকে কুপিয়ে আহত করে।”
গুরুতরআহত রকেট মেম্বারকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকেমৃত ঘোষণা করেন।
এঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ওসিবলেন, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।