স্কুল থেকে বাড়ির পথে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেরপুরে সোমেশ্বরী নদীতে খেলারছলে ভেলায় চড়ে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2020, 02:06 PM
Updated : 13 Feb 2020, 02:06 PM

বুধবার রাতে শেরপুরের শ্রীবরদীতে বালিজুড়ী গ্রামের সোমেশ্বরী নদী থেকে তাদের লাশ উদ্ধার করে।

মৃত শিশুরা শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের রাঙাজান গ্রামের মিনারুল ইসলামের মেয়ে মিশামনি (৫) ও ছোট বালিজুড়ী গ্রামের ময়নাল মিয়ার মেয়ে মদিনা (৬)। তারা বালিজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী। তারা আপন মামাত-ফুফাত বোন।

বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, সোমেশ্বরী নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

“এ ঘটনায় মৃত মিশামনির বাবা মিনারুল ইসলাম বাদী হয়ে শ্রীবরদী থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন।”

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে বিদ্যালয় ছুটির পর মিশামনি ও মদিনা বাড়িতে যাওয়ার পথে সোমেশ্বরী নদীর পাড়ে থাকা একটি ভেলায় চড়ে ঘুরছিল। এমন সময় তারা পানিতে পড়ে তলিয়ে যায়।

অন্যদিকে, সন্ধ্যা ঘনিয়ে এলেও তারা বাড়ি ফেরায় স্বজন খোঁজ নিতে শুরু করেন। এক পর্যায়ে বুধবার রাত ১১টার দিকে নদীতে জাল ফেলে দুই বোনের লাশ উদ্ধার করে এলাকাবাসী।

খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশও ঘটনাস্থলে যায়।