এসএসসির সেই উত্তরপত্র থানা থেকে বুঝে নিলেন পরীক্ষা নিয়ন্ত্রক

জামালপুরে অটোরিকশায় ফেলে যাওয়া এসএসসি পরীক্ষার উত্তরপত্রগুলো শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক থানা থেকে নিয়ে গেছেন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2020, 12:13 PM
Updated : 12 Feb 2020, 05:33 PM

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম বুধবার দুপুরে জামালপুর সদর থানা থেকে উত্তরপত্রের প্যাকেটটি বুঝে নেন।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, উত্তরপত্রগুলো সিলগালা করা ছিল। এতে পরীক্ষার্থীদের কোনো ক্ষতির আশঙ্কা নেই নেই।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চলতি এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের ৫০টি উত্তরপত্রের একটি প্যাকেট মঙ্গলবার রাতে একজন অটোরিকশা চালক জামালপুর থানায় জমা দেন। অটোরিকশার একজন যাত্রী এগুলো ফেলে যান বলে অটোরিকশা চালকের জিডিতে বলা হয়।

উত্তরপত্রগুলো কোন বিদ্যালয়ের সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু বলেনি।

পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম বলেন, যে শিক্ষকের কাছ থেকে উত্তরপত্রগুলো খোয়া গিয়েছিল তাকে শনাক্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অটোরিকশা চালককে সচেতন মানুষ উল্লেখ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম।