হবিগঞ্জে রেলওয়ের ‘শতাধিক’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে অবৈধ দখলদারদের কবলে থাকা শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2020, 10:01 AM
Updated : 12 Feb 2020, 10:01 AM

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ ও হবিগঞ্জ জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় শতাধিক দোকানপাঠ ও বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয় ।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের ডেপুটি কমিশনার মো. নজরুল ইসলাম ও হবিগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

মাসুদ রানা বলেন, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকার চারপাশে রেলওয়ের কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে দখল করে রেখেছে স্থানীয় কিছু প্রভাবশালীরা। দীর্ঘদিন ধরে আইনি জটিলতা কাটিয়ে অবশেষে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানান তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলবে জানিয়ে রানা বলেন, শুধু রেলওয়ে জংশন এলাকায় প্রায় দেড় হাজারেরও অধিক অবৈধ স্থাপনা রয়েছে। পর্যায়ক্রমে সব স্থাপনাই গুড়িয়ে দেওয়া হবে।

অভিযান শুরু আগে নিজ দায়িত্বে সকলকে স্থাপনা সরিয়ে নিতে রেলওয়ে কর্তৃপক্ষ মাইকিং করে। অভিযানে রেলওয়ে বিভাগ ও হবিগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।