শেরপুরে ‘কৃষকের হামলায়’ কৃষকের মৃত্যু, আটক-১

শেরপুরের নকলায় এক কৃষকের দেশীয় অস্ত্রের আঘাতে আরেক কৃষক নিহত হয়েছেন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2020, 09:15 AM
Updated : 12 Feb 2020, 09:15 AM

বুধবার সকালে নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাও গ্রামে এ ঘটনা ঘটে বলে নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ জানান।

নিহত কৃষকের নাম বারেক মিয়ার (৫৫) বাড়ি ওই এলাকায়।

এ ঘটনায় আহসান কবীর (২৯) নামে আরেক কৃষককে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনদের বরাতে ওসি বলেন, মঙ্গলবার রুনীগাও গ্রামের সোহেল নামের এক কৃষকের  একটি ছাগল প্রতিবেশী কবীরের ধানের বীজতলা খেয়ে নষ্ট করে। এ নিয়ে দুই জনের মধ্যে বাকবিতণ্ডা হলে কৃষক বারেক মিয়া তাদের ঝগড়া থামান।

“এর জেরে সকালে বারেক মিয়া গরুর জন্য ঘাস কাটতে গেলে কবীর দেশিয় অস্ত্র দিয়ে তাকে পেছন দিক থেকে আঘাত করে। পরে স্থানীয়রা বারেককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসককেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।”

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান ওসি।  

তিনি বলেন, এ ঘটনায় কবীরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।