রাবি শিক্ষার্থীকে ‘মারধর করে ছিনতাই’, নির্মাণ শ্রমিক গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের মামলায় এক নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2020, 06:05 AM
Updated : 12 Feb 2020, 06:05 AM

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হাসান মঙ্গলবার দুপুরে এ ঘটনায় মামলা দায়ের করেন। তাতে সুজন (৩০) নামে এক নির্মাণ শ্রমিককে আসামি করা হয়।

পুলিশ জানায়, সুজনের বাড়ি নগরের কাজলা এলাকায়। মামলার পর রাতেই তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আর মামলার বাদী শাহরিয়ার থাকেন- ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর এলার হানুফার মোড়ে ‘ছায়ানীড়’ নামে একটি মেসে।

মামলার বরাতে মতিহার থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, গত বৃহস্পতিবার মির্জাপুর হানুফার মোড়ে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

“এ সময় শাহরিয়ার হাসানকে মারধর এবং তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।”

গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে ওসি বলেন, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।