অনিশ্চয়তায় ৫ কোটি টাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ

রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘দেশের সব চেয়ে বড়’ ম্যুরাল নির্মাণ অনিশ্চয়তার মুখে পড়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2020, 03:32 PM
Updated : 12 Feb 2020, 05:07 AM

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে ৫০ ফুট উঁচু এ ম্যুরাল দেশের ‘অনন্য স্থাপনা’ হবে ভাষ্য রাজশাহী সিটি করপোরেশনের।

সাড়ে চার মাস আগে ম্যুরাল নিমার্ণে ভিত্তিপ্রস্তর স্থাপন করে রাজশাহী সিটি কর্পোরেশন। অন্যান্য আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছে তারা। তবে জায়গাটি জেলা পরিষদের হওয়ায় আপত্তি ঝুলে গেছে সব তোড়জোর।

রাজশাহী নগরীর সিঅ্যান্ডবি মোড়ের দক্ষিণ পাশে ১৯ শতাংশ জায়গা আগে থেকেই সিটি করপোরেশন ব্যবহার করে আসছে। আর এ মুর‌্যাল নির্মাণের লাগবে আরো ৪২ শতাংশ জায়গা।

জেলা পরিষদের ভাষ্য-এ বাড়তি জায়গা দিলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বাসভবনের সীমানা প্রাচীর ভাঙা পড়বে এবং পাশেই তাদের আধুনিক ডাকবাংলো নির্মাণও সংকটে পড়বে।

রাজশাহীতে বঙ্গবন্ধুর প্রথম ম্যুরালটি নির্মাণ করে জেলা পরিষদই।

এ পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, “সিটি কর্পোরেশন আরেকটি ম্যুরাল নির্মাণ করতে চাইলে কেউ বাধা দেবে না কিন্তু তারা আরো জায়গা চায়।

“তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা গত ২৪ ডিসেম্বর মিটিং করেছিলাম। মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে-যে জায়গাটুকু তারা আগে থেকেই ব্যবহার করছে, ততটুকু জায়গায় ম্যুরালটি করলে কোন সমস্যা নেই।

“বাড়তি জায়গা দিতে হলে আমাদের নিজস্ব স্থাপনার ক্ষতি হবে।”

গত বছরের ১৪ সেপ্টেম্বর নগরীর সিঅ্যান্ডবি মোড়ের দক্ষিণ পাশে বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচনের পর সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছিলেন, “নির্মাণ কাজ শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ম্যুরালটির উদ্বোধন করব আমরা।”

এ ম্যুরালের শিল্পমান বিষয়ক পরামর্শক কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন, শিল্পকলা ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক এস এম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের অভ্যুদয়ের সংগ্রামের ইতিহাস ছাড়াও বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করা হবে। এটি দেশের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা হতে যাচ্ছে।

“আমরা যে নকশাটি চূড়ান্ত করেছি তাতে আরো বৃহৎ পরিসরে জায়গার প্রয়োজন।”

এদিকে, জায়গা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র স্থানীয় সরকার মন্ত্রীকে চাহিদাপত্র (ডিও লেটার) পাঠিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজশাহী জেলা পরিষদের মতামত জানতে চেয়েছে। এরইমধ্যে তাদের মতামত মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছে পরিষদ।

এরই মধ্যে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণকাজের টেন্ডার ও নকশা বাছাই শেষ হয়েছে উল্লেখ করে

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসলেই কাজ শুরু হবে।

কয়েক বছর আগে জাতির জনকের ম্যুরাল নির্মাণ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। কোটি টাকা ব্যয়ে ৪৬ ফুট উচ্চতা ও ৩৩ ফুট প্রস্থের ম্যুরালটি তৈরি করতে সময় লাগে ছয় মাস।