মির্জাপুর পৌরসভার মেয়র মারা গেছেন

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাহাদৎ হোসেন সুমন আর নেই।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2020, 09:11 AM
Updated : 11 Feb 2020, 09:11 AM

মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার বড় ভাই আবু বকর সিদ্দিক জানিয়েছেন।

বুধবার বাদ জোহর মির্জাপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সুমন পৌরসভার পুষ্টকামুরী গ্রামের খোয়াজ উদ্দিনের ছেলে। শারীরিক অসুস্থতা নিয়ে রোববার সুমন ঢাকার ল্যাবএইড হাসপাতাল এবং পরে বঙ্গবন্ধু হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে রেখে গেছেন।

আবু বকর জানান, সুমন স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯৪ সালে তিনি ছাত্রলীগ থেকে মনোনয়ন পেয়ে মির্জাপুর কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ১৯৯৯ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর পরই তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন।

রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সাংবাদিকতার সঙ্গেও যুক্ত হন। দৈনিক মানবজমিন পত্রিকায় মির্জাপুর প্রতিনিধি হিসেবেও কাজ করেন। ২০০০ সালে তিনি মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং ২০০৫ সালে সভাপতি নির্বাচিত হন।

২০১৫ সালে ৩০ ডিসেম্বর নৌকা প্রতীক নিয়ে সাহাদৎ হোসেন সুমন মির্জাপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন বলে জানান তার ভাই।