কুষ্টিয়ায় ব্যবসায়ী হত্যায় ৩ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় পাঁচ বছর আগে এক বাদম ব্যবসাযীকে শ্বাসরোধে হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2020, 07:26 AM
Updated : 11 Feb 2020, 09:10 AM

মঙ্গলবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ মামলার রায় ঘোষণা করেন।  

দণ্ডিতরা হলেন- ঝিনাইদহ জেলার কুলবাড়িয়া গ্রামের মহিউদ্দিন মিয়ার ছেলে মো. রবিউল ইসলাম, একই গ্রামের জয়নাল আদেবদীনের ছেলে গোলাম সরোয়ার ওরফে সরু (৪৫) ও কোটচাঁদপুরের ব্রিজঘাট বাদাম বাজার এলাকার রবিউল ইসলামের ছেলে আনিসুজ্জামান ওরফে আনিছ (৫৭)।

রায় ঘোষণার সময় গোলাম সরোয়ার ও আনিসুজ্জামান আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।রবিউল পলাতক রয়েছেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান, যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক। অনাদায়ে তাদের আরও এক বছর সাজা ভোগ করতে হবে।

মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালের ১৫ অক্টোবর সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার এলাকার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাদাম ব্যবসায়ী হবিল ব্যাপারীকে শ্বাসরোধে হত্যা করে আসামিরা।পুলিশ ওই সড়কের পাশে একটি ডোবা থেকে হবিলের লাশ উদ্ধার করে। 

এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০১৭ সালের ২৭ এপ্রিল পুলিশ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।