দিনাজপুরে এসএসসি পরীক্ষার্থী ‘অপহৃত’, ৯৯৯ এ ফোনে উদ্ধার

জরুরি সেবার জাতীয় হেল্প ডেস্ক ৯৯৯ নম্বরে ফোন করার পর দিনাজপুরে ‘অপহৃত’ এক এসএসসি পরীক্ষার্থী ছয় ঘণ্টার মধ্যে উদ্ধার হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2020, 10:44 AM
Updated : 10 Feb 2020, 11:25 AM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, সদরের সুন্দরবন ইউনিয়নের বিরগা কবরস্থান সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে রোববার সন্ধ্যা ৬টার দিকে ছেলেটিকে উদ্ধার করা হয়। 

আটকরা হলেন- বনি ইসলাম, মামুন হোসেন, জিল্লুর মেহেদী ও মনিরুল ইসলাম।

ঘটনার বর্ণনায় সুজন সরকার বলেন, রোববার বেলা ১টায় এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শেষে বের হবার পর কেন্দ্রের সামনে থেকে কয়েকজন যুবক ছেলেটিকে অপহরণ করে নিয়ে যায়।

“পরে অপরণকারীরা ওই ছেলেকে আটকে রেখে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।”

পরে ছেলেটির পরিবার বিষয়টি ৯৯৯ -এ ফোন করে জানালে পুলিশ প্রায় ছয় ঘণ্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার এবং চারজনকে হাতেনাতে আটক করে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে বলে পুলিশ জানায়।