কুমিল্লায় হত্যা-ডাকাতিতে সন্দেহভাজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কুমিল্লায় মহাসড়কে ডাকাতির সময় দুই ব্যবসায়ীকে হত্যায় সন্দেহভাজন একজন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। 

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2020, 04:22 AM
Updated : 10 Feb 2020, 04:25 AM

সোমবার রাত দেড়টার দিকে বুড়িচং উপজেলার পশ্চিমসিংহ এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হকের ভাষ্য।

নিহত মাজহারুল ইসলাম (৩৫) জেলার দেবিদ্বার উপজেলার মাশিকাডা গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।

ওসি মোজাম্মেল হক জানান, কয়েকদিন আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির সময় এক নারিকেল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়। গত শনিবার রাতে একইভাবে হত্যা করা হয় এক কাপড় ব্যবসায়ীকে।

“নারিকেল ব্যবসায়ীকে হত্যার ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে পুলিশ ধরতে না পারলেও কাপড় ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে তাদের সহযোগী মাজহার।”

ওসি বলছেন, ওই তথ্যের ভিত্তিতে মাজহারকে গ্রেপ্তার করতে পুলিশের একটি দল রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং পশ্চিমসিংহ এলাকায় অভিযানে যায়।

“সেখানে আগে থেকেই অবস্থান নিয়ে থাকা ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি বলেন, “পরে পুলিশ জানতে পারে, নিহত ওই ব্যক্তিই মাজহারুল ইসলাম। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযাগে অন্তত চারটি মামলা রয়েছে।”

ওসি জানান, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি পিস্তল এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুড়িচং থানার পরিদর্শক নিত্যনন্দন, কনস্টেবল শাকিল ও কনস্টেবল ওয়ালিউর রহমানও এ অভিযানে আঘাত পেয়েছেন বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।